অপরিচিত নাম্বার থেকে কল আসলে দেখুন তার ছবিসহ,ইমু,ফেসবুক আইডি

আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু ও জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা ট্রিক শেয়ার করবো।প্রথমেই বলি ট্রিকটা সম্পর্কে।আজকের ট্রিকটা মূলত আপনাকে যদি অপরিচিত কেউ কল দেয় তাহলে কিভাবে বুঝবেন আসলে সে কে।আবার অনেক সময় দেখা যায় অপরিচিত নাম্বার থেকে বারবার আপনাকে কল দিয়ে বিরক্ত করছে কিন্তু তাকে আপনি চিনতে পারছেন না।তাই আজকের এই ট্রিকটা কাজে লাগিয়ে খুব সহজে অপরিচিত কারোর তথ্য বের করতে পারবেন।অপরিচিত কেউ কল দিলে তার নাম্বারে যদি ইমু,হোয়াটসঅ্যাপ,ফেসবুক আইডি খোলা থাকে তাহলে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন,আর এভাবেই তার তথ্য বের হয়ে যাবে। তো ট্রিকটা শুরু করার আগে বলে রাখি এ কাজটি করতে অবশ্যই আপনার এমবি দরকার পড়বে আর সাথে একটি এ্যাপস। এ্যাপসটির সাইজ মাত্র ১৬ এমবি।
আর অবশ্যই অপরিচিত নাম্বারটি প্রথমে যেকোনো নাম দিয়ে সেভ করে রাখবেন। প্রথমে এ্যাপসটি প্লে-স্টোর থেকে ইনস্টল করেনিন,ইনস্টল করতেএখানে ক্লিক করুন
এবার স্কিনশর্টগুলো ফলো করে নিচের কাজগুলো করুন।



















আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।

Comments

Popular posts from this blog

Airtel সিমে এক জিবি ইন্টারনেট ফ্রি নিয়ে নিন[don’t miss]

২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচী জেনে নিন।

[Hot Post] আবারো বিকাশে প্রতি রেফারে ৫০ টাকা বোনাস আর যে রেফার লিংক ব্যবহার করে একাউন্ট খুলবে সে পাবে ১০০ টাকা বোনাস এবং ২৫ টাকা মোবাইল রিচার্জে ৫০ টাকা ক্যাশ ব্যাক বিস্তারিত পোস্টে।