আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।তো ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা, কেননা এখান থেকে প্রতিনিয়ত আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা ইসলামিক নামাজ শিক্ষা এ্যাপস নিয়ে কথা বলবো।ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। কিন্তু দুঃখজনক হলো যেভাবে নামাজ পড়ার সঠিক নিয়ম আমরা অনেকে জানিনা, আবার জানিনা এ কথাটা কাউকে বলতেও পারিনা,তাই সঠিক নিয়মটা শিখতেও পারিনা। নামাজ আদায় করার জন্য আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ৮২ জায়গায় আদেশ করেছেন।তাহলে বুঝতেই পারছেন নামাজ কতটা গুরুত্রপূর্ণ,আর সেই নামাজ অনেকে সঠিকভাবে না জেনে নামাজ আদায়ে সৃষ্টিকর্তার সামনে যায়,তবে এটা কতটা যুক্তিযুক্ত।আসলে কোনো বিষয়ে আপনি যদি ভালোভাবে জেনে আমল করেন তাহলে আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে সৃষ্টিকর্তাও আপনার ওপর খুশি হবেন।তো বন্ধুরা আপনারা যাতে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করতে পারেন এর জন্য একটা চমৎকার একটা এ্যাপস শেয়ার করছি।এই এ্যাপস থেকে আপনারা চিত্র সহকারে নারী পুরুষের নামাজ, প্রয়োজনীয় সূরা,দোয়া,নামাজে যেগুলো পড়া হয় তার অর্থ,নামাজ সম্পর্কিত হাদিস,নামাজ পরিত্যাগ এর শাস্তি,...